• facebook
  • twitter
Wednesday, 17 December, 2025

বাল্মীকি মন্দিরে পুজো দিলেন রাহুল, ‘ভোটের রাজনীতি’ জল্পনা রাজনৈতিক মহলে 

বৃহস্পতিবার বাল্মীকি জয়ন্তীর সকালে মন্দির মার্গের বাল্মীকি মন্দিরে পুজো দিতে যান লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী। বাল্মীকি হিন্দু মহাকাব্য রামায়ণের লেখক এবং বিশেষ করে দলিতদের মধ্যে একজন সম্মানিত ব্যক্তিত্ব। রাহুল গান্ধী মহর্ষি বাল্মীকির জন্মবার্ষিকীতে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লেখেন, 'আজ সকালে, এই শুভ দিনে আমি দিল্লির বাল্মীকি মন্দির পরিদর্শন করেছি।

Advertisement

Advertisement