এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ভারত একের পর এক পদক জয়ে উজ্জ্বল হচ্ছে। শুক্রবার ১৮ বছর বয়সী অ্যাথলিট পূজা হাই জাম্পে সোনা জেতেন। তিনি ১.৮৯ মিটার লাফিয়েছেন। অন্যদিকে ৫০০ মিটার দৌড়ে সোনার পদক তুলে নিলেন সেনা বিভাগের গুলবীর সিং। গুলবীর আগে ১০ হাজার মিটার দৌড়ে সোনা জিতেছিলেন। দক্ষিণ কোরিয়ার গুমিতে এবারের এই প্রতিযোগিতার চতুর্থদিনে ভারতের পারভরম্যান্স অবশ্যই প্রশংসা করার মতো। পদক জয়ের লিগ টেবলে ভারত ১৮টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম স্থানে অবস্থান করছে চিন। ২০২০ সালের পরে হাই জাম্প ইভেন্টে এশিয়ান প্রতিযোগিতায় সোনার পদক জিতল পূজা। তবে, এই প্রতিযোগিতায় পদক জয়ে প্রথম নাম লিখিয়েছিলেন গুলবীর। অবশ্য পূজা এদিন হাইজাম্পে সোনার পদক জিতে শিরোনামে উঠে এলেন।
১০ বছরের পুরনো রেকর্ড ভেঙে গুলবীর সোনা জিতলেন। ২০১৫ সালে কাতারে মহম্মদ আল গারনি ১৩ মিনিট ৩৪.৪৭ সেকেন্ড সময় করে মিথ রেকর্ড গড়েছিলেন। সেই মিথ রেকর্ড ভেঙে দিলেন গুলবীর। ৫০০০ মিটার দৌড়ে সোনা জেতার পথে তিনি সময় নেন ১৩ মিনিট ২৪.৭৭ সেকেন্ড। তিনি হাড্ডাহাড্ডি লড়াইয়ে থাইল্যান্ডের কিয়েরান তুনিভেতকে হারিয়ে দেন। এই ইভেন্টেই ব্রোঞ্জ জিতেছেন জাপানের নাগিয়া মুরির। দ্বিতীয় ভারতীয় হিসেবে এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০ হাজার ও ৫ হাজার মিটার দৌড়ে সোনা জিতলেন গুরবীর। ২০১৭ সালে প্রথম এই কৃতিত্ব অর্জন করেছিলেন জি লক্ষ্মণন।
মেয়েদের হাই জাম্পে পূজা সোনা লাফের আগে কিছুটা চাপে পড়ে গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নতুন জাতীয় রেকর্ড গড়ে সোনা জেতেন। এই ইভেন্টে রুপো ও ব্রোঞ্জ পদক পেয়েছেন উজবেকিস্তানের সাফিনা সাদুলভা এবং কাজাখস্তানের ইয়েলজাভেতা। তৃতীয় ভারতীয় হিসাবে হেপ্টাথলনে সোনা জিতলেন নন্দিনী আগাসারা। ২০০৫ সালে সোমা বিশ্বাস ও ২০১৭ সালে স্বপ্না বর্মণ সোনা জিতেছিলেন এই ইভেন্টে। গত এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন নন্দিনী। এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে এসেছে ৮টি সোনা, ৭টি রুপো ও তিনটি ব্রোঞ্জ পদক ।
Advertisement
Advertisement
Advertisement



