• facebook
  • twitter
Friday, 5 December, 2025

অল্পের জন্য ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন চন্দ্রবাবু নাইডু

অল্পের জন্য রক্ষা পেলেন চন্দ্রবাবু নাইডু। বৃষ্টিতে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশের বন্যাপ্লাবিত এলাকা পরিদর্শনে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কা থেকে কানঘেঁষে বেঁচে যান অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। বিজয়ওয়াড়ার মথুরানগরে এই দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পান নাইডু । 

অল্পের জন্য রক্ষা পেলেন চন্দ্রবাবু নাইডু। বৃষ্টিতে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশের বন্যাপ্লাবিত এলাকা পরিদর্শনে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কা থেকে কানঘেঁষে বেঁচে যান অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। বিজয়ওয়াড়ার মথুরানগরে এই দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পান নাইডু ।

 
কিছুদিন ধরেই বিরামহীন বৃষ্টিতে প্লাবিত অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার বিস্তীর্ণ এলাকা। লাগাতার বৃষ্টিতে দুই রাজ্য থেকে কমপক্ষে ২৪ জনের মৃত্যুর খবর মিলেছে। জলে ডুবে রয়েছে বহু এলাকা। সেই পরিস্থিতি খতিয়ে দেখতে বন্যা বিধ্বস্ত মথুরানগরে যান চন্দ্রবাবু নাইডু।বৃহস্পতিবার বিকেলে  মথুরানগর রেলওয়ে সেতু ধরে হাঁটছিলেন তিনি। বাদামেরু খালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখছিলেন তিনি।  রেল সেতুর ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় তাঁর সামনে আচমকাই ট্রেন চলে আসে। নিরাপত্তা কর্মীরা তৎক্ষণাৎ তাঁকে ঘিরে ফেলেন চন্দ্রবাবুকে টেনে পিছনের দিকে সরিয়ে নেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ট্রেনের দূরত্ব ছিল মাত্র কয়েক ইঞ্চি। ওই পরিস্থিতিতে দমবন্ধ হয়ে আসে অন্যান্য অধকারিক এবং নিরাপত্তা কর্মীদের। ট্রেনটি বেরিয়ে যাওয়ার পর হাঁফ ছেড়ে বাঁচেন সবাই।  
 
চন্দ্রবাবু নাইডুর এই দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পাওয়ার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় । প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়েও ।  ওই সেতুটি শুধুমাত্র ট্রেন চলাচলের জন্যই তৈরি করা হয়। রেলওয়ে ট্র্যাকের পাশ দিয়ে পথচারীদের হেঁটে যাওয়ার মতো কোনও জায়গাই নেই। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী  স্বয়ং যখন এলাকা পরিদর্শনে গিয়েছেন , তখন কেন ওই ট্র্যাক ধরে ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হল ? চন্দ্রবাবুর সঙ্গে এনএসজি এবং উচ্চ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও তাঁকে এই ধরণের ঘটনার সাক্ষী হতে হল।  

Advertisement

Advertisement