• facebook
  • twitter
Tuesday, 16 December, 2025

কারাগারের আঁধারেও মা বলেই, ‘সন্তান যেন থাকে দুধে ভাতে’

সুনীতা দাস  বলা হয়, ‘সৃষ্টিকর্তার পক্ষে সর্বত্র বিরাজমান থাকা সম্ভব নয় বলেই তাঁর আরেক রূপ মায়ের সৃষ্টি করেছেন। যাতে তার প্রতিটি সৃষ্টির যত্ন-রক্ষা হতে পারে।’ সন্তানের প্রয়োজনে মা তার সন্তানের জন্য সেই সৃষ্টিকর্তার সঙ্গেও যুদ্ধে প্রস্তুত। সেই মা-এর স্মরণ দিবস আজ। মা শুধু তো মা নয় সে যেমন মেয়ে, বোন, স্ত্রীও। তবে সবার মধ্যেই একজন

Advertisement

Advertisement