জম্মু-কাশ্মীরে বইছে মুক্ত বাতাস, শিকল মুক্ত উপত্যকার মানুষ : মোদি
শ্রীনগর, ৭ মার্চ – সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর জম্মু ও কাশ্মীরের মানুষের জীবনযাত্রা উন্নত হয়েছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ধারার অবলুপ্তি ঘটানোর প্রায় সাড়ে চার বছর পর প্রথমবার জম্মু ও কাশ্মীরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যাওয়ার পরই বৃহস্পতিবার তিনি বলেন, জম্মু ও কাশ্মীরে মুক্ত বাতাস বইতে শুরু করেছে। কাশ্মীর হল ভারতের কপাল।