• facebook
  • twitter
Friday, 5 December, 2025

প্রয়াত সঙ্গীত শিল্পী অসীমা মুখোপাধ্যায়

কলকাতা, ২০ ফেব্রুয়ারি: অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের পর স্বর্ণ যুগের আরও এক শিল্পী অসীমা মুখোপাধ্যায় প্রয়াত। প্রখ্যাত এই সঙ্গীত শিল্পীর বয়স হয়েছিল ৮৬ বছর। বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। তিনি দুরারোগ্য পারকিনসন্সে আক্রান্ত হয়েছিলেন। আজ, মঙ্গলবার ভোরে ঘুমের মধ্যেই মৃত্যু হয় তাঁর। ঘুমের ঘোরে তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে জানা গিয়েছে। তিনি চৌরঙ্গী ও

কলকাতা, ২০ ফেব্রুয়ারি: অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের পর স্বর্ণ যুগের আরও এক শিল্পী অসীমা মুখোপাধ্যায় প্রয়াত। প্রখ্যাত এই সঙ্গীত শিল্পীর বয়স হয়েছিল ৮৬ বছর। বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। তিনি দুরারোগ্য পারকিনসন্সে আক্রান্ত হয়েছিলেন। আজ, মঙ্গলবার ভোরে ঘুমের মধ্যেই মৃত্যু হয় তাঁর। ঘুমের ঘোরে তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে জানা গিয়েছে। তিনি চৌরঙ্গী ও মেমসাহেব ছবির সুরকার ছিলেন। এছাড়া মেমসাহেব, বাঘ বন্দি খেলার মতো বহু সিনেমায় তিনি সুনামের সঙ্গে কাজ করেন। হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে গানও গেয়েছেন অসীমা মুখোপাধ্যায়। পশ্চিমবঙ্গ সরকার ২০২০ সালে তাঁকে ‘সঙ্গীত মহাসম্মান’ প্রদান করে।

উত্তম কুমার ছিলেন অসীমা দেবীর ছোট ভাইয়ের মতো। প্রতি বছর মহানায়ক নিয়ম করে অসীমা দেবীর কাছ থেকে ফোঁটা নিতেন। ব্যক্তিগত জীবনে তিনি অভিনেতা পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী ছিলেন। ২০১৭ সালে তাঁর স্বামী প্রয়াত হন। ছয় বছর পরে প্রয়াত হলেন অসীমা দেবীও। তাঁর প্রয়াণে টলিউড ও বাংলার সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Advertisement

Advertisement

Advertisement