বিহার বিধানসভা নির্বাচনের আগে জোর জল্পনা শুরু হয়েছিল, জনপ্রিয় সঙ্গীতশিল্পী মৈথিলী ঠাকুর কি তবে ভোটের ময়দানে নামছেন? মঙ্গলবার এই জল্পনার জবাব দিলেন নিজেই। তিনি জানিয়েছেন, নির্বাচনে লড়াই করা তাঁর ব্যক্তিগত লক্ষ্য নয়। তবে দলের নির্দেশ মেনে চলবেন।
এক সাংবাদিক বৈঠকে মৈথিলী বলেন, ‘আপনারা আমাকে একটি ছবির বিষয়ে প্রশ্ন করেছিলেন, আমি বলেছিলাম যা নির্দেশ দেওয়া হবে, আমি তাই করব। আমাকে যা করতে বলা হবে, আমি তাই করব। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা আমার লক্ষ্য নয়। আমি কেবল দলের নির্দেশ অনুযায়ী কাজ করব।’
Advertisement
তিনি আরও বলেন, ‘আমি দেখেছি, এনডিএ সরকার বিহারে কত উন্নয়নমূলক কাজ করেছে। রাজ্যের পরিকাঠামো ও সাধারণ মানুষের জীবনে বহু ইতিবাচক পরিবর্তন এসেছে।’
Advertisement
প্রসঙ্গত, বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই নানা মহলে আলোচনা শুরু হয়েছিল যে, মৈথিলী ঠাকুরকে দলের তরফে প্রার্থী করা হতে পারে। যদিও এ দিন তাঁর বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলেছে, তিনি সিদ্ধান্ত সম্পূর্ণ দলের ওপরই ছেড়ে দিয়েছেন।
রাজনৈতিক মহলের মতে, মৈথিলীর জনপ্রিয়তা ও রাজ্যে তাঁর সাংস্কৃতিক প্রভাব বিজেপির প্রচারে বড় ভূমিকা নিতে পারে। এখন বিজেপির পরবর্তী প্রার্থী তালিকায় আদৌ তাঁর নাম থাকে কি না সেদিকেই সকলের নজর।
Advertisement



