• facebook
  • twitter
Friday, 5 December, 2025

তাজমহলের প্রবেশ মূল্য বাড়ল

আগ্রা- তাজমহলের মূল সমাধি সৌধ দর্শনের টিকিট মূল্য এপ্রিল থেকে বাড়াতে চলেছে সরকার। দুশো টাকা টিকিট মূল্য ধার্য করার পাশাপাশি তাজমহলের প্রবেশমূল্য ৪০ টাকা থেকে ৫০ টাকা করা হয়েছে। উত্তরপ্রদেশ প্রশাসনে সংস্কৃতি দফতরের মন্ত্রী মহেশ শর্মা জানান, যে নতুন পরিবর্তন আনা হচ্ছে, তার প্রভাব ‘তাজমহল সংরক্ষণে’র ওপর পড়বে ও ভিড় সামলানো যাবে। এখন মূল সমাধি

তাজমহলের প্রবেশ মূল্য বাড়ল

আগ্রা- তাজমহলের মূল সমাধি সৌধ দর্শনের টিকিট মূল্য এপ্রিল থেকে বাড়াতে চলেছে সরকার। দুশো টাকা টিকিট মূল্য ধার্য করার পাশাপাশি তাজমহলের প্রবেশমূল্য ৪০ টাকা থেকে ৫০ টাকা করা হয়েছে।

উত্তরপ্রদেশ প্রশাসনে সংস্কৃতি দফতরের মন্ত্রী মহেশ শর্মা জানান, যে নতুন পরিবর্তন আনা হচ্ছে, তার প্রভাব ‘তাজমহল সংরক্ষণে’র ওপর পড়বে ও ভিড় সামলানো যাবে। এখন মূল সমাধি সৌধ দর্শনের জন্য আলাদা কোনও টিকিট নেই।

Advertisement

শর্মা জানান, ‘আগামী প্রজন্মের জন্য আমরা তাজমহলকে সংরক্ষণ করতে চাই। তাজমহলের প্রবেশ মূল্য ৪০ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা করা হচ্ছে। এটা প্রতিদিন তিনি ঘন্টার জন্য বহাল থাকবে।

Advertisement

পরে, মূল সমাধি সৌধ দর্শনের জন্য ২০০ টাকা টিকিট কাটতে হবে। এটা করা হয়েছে সংরক্ষিত এলাকায় ভিড় সামাল দেওয়ার জন্য’।

ন্যাশানাল এনভায়র্মেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইন্সটিটিউটের সাম্প্রতিক রিপোর্টে স্পষ্ট লেখা হয়েছে, তাজমহলে দর্শনার্থীদের ভিড় এমন জায়গায় পৌঁছেছে যে এখনই তা কমানো প্রয়োজন শুধুমাত্র তাজমহলকে রক্ষার জন্য।

সংস্কৃতি দফতরের মন্ত্রী জানান, ‘আমাদের কিছু একটা করার দরকার ছিল। টিকিটের দাম বৃদ্ধি করা হয়েছে অনেক ভেবেচিন্তেই’।

Advertisement