আজ থেকে খুলছে তাজমহল

সব স্থাপত্য ও ভাস্কর্য আজ থেকে পর্যটকদের জন্য খোলা হল।কোভিড পরিস্থিতিকে সামনে রেখে কেন্দ্রীয় পুরাতত্ত্ব বিভাগের আওতাধীন দর্শনীয় স্থানগুলি বন্ধ ছিল।

Written by SNS Agra | June 16, 2021 10:00 pm

তাজ মহল (Photo: Getty Images)

তাজমহল সহ কেন্দ্রীয় সরকারের সংরক্ষিত সব স্থাপত্য ও ভাস্কর্য আজ থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। কোভিড পরিস্থিতিকে সামনে রেখে কেন্দ্রীয় পুরাতত্ত্ব বিভাগের (এএসআই) আওতাধীন দর্শনীয় স্থানগুলি বন্ধ রাখা হয়েছিল।

আজ থেকে এই স্থানগুলি খুলে দেওয়া হচ্ছে বলে জানানাে হয়েছে। নতুন নির্দেশিকায় বলা হয়েছে গােটা দেশের ৩,৬৯৩ টি স্থাপত্য এবং ৫০ টি মিউজিয়াম বুধবার থেকে খুলছে। তবে দর্শনীয় স্থান প্রবেশের জন্য অনলাইন টিকিট বুক করতে হবে। দর্শনার্থীদের ক্ষেত্রে চালু থাকবে কোভিড বিধিনিষেধ।