মুম্বাই, ৮ নভেম্বর – মুম্বইয়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিনাভালির কাছে একটি সেতুতে ওই দুর্ঘটনা ঘটে ভোর-রাত সাড়ে তিনটে থেকে ৪ টের মধ্যে। মুম্বই-পনভেল রোড ধরে নেরালের দিকে যাচ্ছিল গাড়িটি। সেতুর উপর দিয়ে যখন গাড়ি চলছে, তখন তার নীচে রেললাইন দিয়ে যাচ্ছিল একটি মালগাড়ি। মালগাড়িটি পনভেলের দিক থেকে রায়গড় জেলার কারজাতের উদ্দেশে যাচ্ছিল। আচমকাই নিয়ন্ত্রণ হারায় গাড়িটি।সেতুর উপর থেকে সেই গাড়িটি রেললাইনে ছুটন্ত মালগাড়ির উপর আছড়ে পড়ে। পুলিশ সূত্রে খবর, এই দুর্ঘটনায় তিন জন মারা যান। মৃতদের নাম ধর্মানন্দ গাইকড়, বয়স ৪১ এবং তাঁর দুই তুতো ভাই মঙ্গেশ যাদব, বয়স ৪৬ এবং নিতিন যাদব, তাঁর বয়স ৪৮। তিন জনেই গাড়ির ভিতর ছিলেন বলে জানা যায়। বুধবার ভোরের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। অন্যদিকে গাড়ির আঘাতে মালগাড়ির কয়েকটি বগি লাইচ্যুত হয়েছে বলেও জানা গিয়েছে।
Advertisement
Advertisement



