• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নারী শক্তির দৃঢ়তার উদযাপন

কলকাতা, ৪ নভেম্বর – দেবী দুর্গার আরাধনার অর্থ নারী শক্তির প্রকাশ। এই অনুপ্রেরণা থেকেই এক প্রচারাভিযানের আয়োজন করল শাদি ডট ওআরজি। ভারতের অন্যতম প্রধান ম্যাচমেকিং প্ল্যাটফর্ম শাদি ডট কমের উদ্যোগে ‘দুর্গাশক্তি তথা ভারতীয় নারীদের দৃঢ়তার উদযাপন’ বলে এই প্রচারাভিযানকে অভিহিত করেছে এই সংস্থা। নারীদের অতুলনীয় শক্তির অন্যতম প্রকাশই হল নারীর ক্ষমতায়নের উপর জোর দিয়ে সামাজিক

কলকাতা, ৪ নভেম্বর – দেবী দুর্গার আরাধনার অর্থ নারী শক্তির প্রকাশ। এই অনুপ্রেরণা থেকেই এক প্রচারাভিযানের আয়োজন করল শাদি ডট ওআরজি। ভারতের অন্যতম প্রধান ম্যাচমেকিং প্ল্যাটফর্ম শাদি ডট কমের উদ্যোগে ‘দুর্গাশক্তি তথা ভারতীয় নারীদের দৃঢ়তার উদযাপন’ বলে এই প্রচারাভিযানকে অভিহিত করেছে এই সংস্থা। নারীদের অতুলনীয় শক্তির অন্যতম প্রকাশই হল নারীর ক্ষমতায়নের উপর জোর দিয়ে সামাজিক রূপান্তরের ধারাবাহিকতাকে এগিয়ে নিয়ে চলা। এই বছর শাদি ডট ওআরজি, ‘দা স্পিরিট অফ দুর্গা’ শিরোনামে অনুপ্রেরণামূলক দুর্গা পুজো প্রচারাভিযানের মাধ্যমে তার দর্শকদের সাথে সংযোগের সুযোগ করে নিয়েছে। উৎসবের ধর্মীয় তাৎপর্যের বাইরে গিয়ে, এবং দেবী দুর্গার প্রতীক হিসেবে প্রতিটি নারীর অদম্য শক্তি, স্থিতিস্থাপকতা এবং সৌন্দর্যকে উদযাপন করেছে ।
দুর্গা শক্তির দেবী হিসাবে পরিচিত।তিনি হলেন সর্বশক্তিমান নারী শক্তি যিনি মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেন। মানুষ দেবী দুর্গার আশীর্বাদ কামনা করে, সমস্যাগুলি কাটিয়ে উঠতে এবং তাদের দৈনন্দিন জীবনে অসুররুপী রাক্ষসদের সাথে লড়াই করার জন্য শক্তি চায়। কিন্তু প্রায়শই চারপাশের প্রতিকূল পরিবেশ মহিলাদের লড়াইকে লাঞ্ছনা করে। নারীদের প্রায়শই বিভিন্ন দায়িত্ব পরিচালনা করার সময় অনেক কিছু করতে হয় পরিস্থিতির ভিন্নতা সত্ত্বেও। শক্তি এবং নির্ভীকতার মতো এই অনন্য গুণগুলিকে তুলে ধরে। শাদি ডট কম-এর মতো প্লাটফর্ম সমাজের কাছে এই বার্তাই তুলে ধরে যে , আমাদের প্রতিটি বাড়িতেই দেবী তথা নারীশক্তির সম্মান করা উচিত, সে স্ত্রীই হোন, মা কিংবা বোন অথবা কর্মচারী। এই প্রচারের মাধ্যমে নারীশক্তির ভূমিকার মূল্যায়ন, তথা সহজাত ক্ষমতার  মূল্যায়ন করা উচিত এবং সম্ভবত অনেক বেশি প্রশংসা করা উচিত।

Advertisement

Advertisement