নারী শক্তির দৃঢ়তার উদযাপন
কলকাতা, ৪ নভেম্বর – দেবী দুর্গার আরাধনার অর্থ নারী শক্তির প্রকাশ। এই অনুপ্রেরণা থেকেই এক প্রচারাভিযানের আয়োজন করল শাদি ডট ওআরজি। ভারতের অন্যতম প্রধান ম্যাচমেকিং প্ল্যাটফর্ম শাদি ডট কমের উদ্যোগে ‘দুর্গাশক্তি তথা ভারতীয় নারীদের দৃঢ়তার উদযাপন’ বলে এই প্রচারাভিযানকে অভিহিত করেছে এই সংস্থা। নারীদের অতুলনীয় শক্তির অন্যতম প্রকাশই হল নারীর ক্ষমতায়নের উপর জোর দিয়ে সামাজিক