কলকাতা, ৩০ অক্টোবর – গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মুকুল রায়ের এমন একটি ছবি যা দেখে কমবেশি সকলেই ব্যথিত। এই পরিস্থিতিতে বাবার ভাইরাল ছবি নিয়ে মুখ খুললেন মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়। জানালেন বাবার বর্তমান শারীরিক পরিস্থিতি ভালো নয়। তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ। ঘরবন্দি হয়েই কাটছে দিন। রাজনীতি থেকেও এখন অনেক দূরে মুকুল রায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর বর্তমান পরিস্থিতির একটি ছবি প্রকাশিত হওয়ায় তা নিয়ে জোর চর্চা চলছে বিভিন্ন মহলে। এরই মাঝে সোমবার বর্ষীয়ান এই নেতার কাঁচরাপাড়ার বাড়িতে বিজয়া করতে যান মন্ত্রী পার্থ ভৌমিক। সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক সুবোধ অধিকারী। প্রবীণ নেতার শরীরের খোঁজ নেন তাঁরা। কথা বলেন ছেলে শুভ্রাংশু রায়ের সঙ্গে।
Advertisement
Advertisement



