• facebook
  • twitter
Friday, 5 December, 2025

প্রেমিকের তত্ত্বতালাশ

কলকাতা: টলিউড তার প্রথম পা রাখাটাই ছিল বড় খবর। সুপারস্টার জিৎ অভিনীত ‘রাবণ’র মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন অভিনেত্রী লাহমা ভট্টাচার্য। কিন্তু সেই সিনেমা করার জন্য তিনি ১২ কেজি ওজন কমিয়েছিলেন। যা নিয়ে সেই সময় বেশ চর্চাও হয়।  কিন্তু জানেন কি লহমা কিন্তু বেশ পড়াশোনা করেই অভিনয়ে নেমেছেন।  ব্রিটেনে উচ্চশিক্ষা নিয়ে অভিনয় শুরু করেছেন। সেই অভিনেত্রী

কলকাতা: টলিউড তার প্রথম পা রাখাটাই ছিল বড় খবর। সুপারস্টার জিৎ অভিনীত ‘রাবণ’র মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন অভিনেত্রী লাহমা ভট্টাচার্য। কিন্তু সেই সিনেমা করার জন্য তিনি ১২ কেজি ওজন কমিয়েছিলেন। যা নিয়ে সেই সময় বেশ চর্চাও হয়। 

কিন্তু জানেন কি লহমা কিন্তু বেশ পড়াশোনা করেই অভিনয়ে নেমেছেন।  ব্রিটেনে উচ্চশিক্ষা নিয়ে অভিনয় শুরু করেছেন। সেই অভিনেত্রী নাকি এখন প্রেমিকের তত্বতলাশে।  অর্থাৎ এই অভিনেত্রী এখন প্রেমিক খুঁজছেন। এবার পূজায় প্রেমিক জোটাতেই কোমর বেঁধে নেমে পড়েছেন তিনি। 

Advertisement

লাহমা ভট্টাচার্য বলেছেন, ‘প্রেম, ভালোবাসা তো ঠিক পরিকল্পনা করে হয় না। হঠাৎই হয়। বন্ধু-বান্ধব, পরিবারের সঙ্গে পূজায় ঘোরা ছাড়াও পূজা পরিক্রমাতেও গিয়েছে। কখনো এমন কিছু হয়নি। কিন্তু আমি সত্যিই চাই অন্য সময় না হলেও পূজায় একটা প্রেম হোক। আমি আশাবাদী, এবার নিশ্চয়ই পূজায় প্রেমের অভিজ্ঞতা আমার হবে।’

Advertisement

Advertisement