• facebook
  • twitter
Monday, 10 February, 2025

বিবাহবহির্ভূত সম্পর্কের জের, স্ত্রীর প্রেমিককে পিটিয়ে খুন করল স্বামী 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীর প্রেমিককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। দিল্লির শাস্ত্রী পার্ক এলাকার ঘটনা। নিহত যুবকের নাম ঋত্বিক বর্মা, বয়স ২১ বছর। সোমবার শাস্ত্রী পার্কে অভিযুক্ত স্বামীর অনুপস্থিতিতে গিয়েছিলেন ঋত্বিক। সেই সময় হঠাৎই তাঁর প্রেমিকার স্বামী এসে যাওয়ায় হাতেনাতে ধরা পড়ে যান ঋত্বিক। নিজের বাড়িতে স্ত্রীর প্রেমিককে দেখে রাগে হিতাহিত জ্ঞান লোপ পায় স্বামীর। ব্যাপক মারধর করেন ওই যুবককে। উপড়ে নেন নখও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার রাতে সেখানেই ওই যুবকের মৃত্যু হয়। 

প্রতীকী চিত্র

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীর প্রেমিককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। দিল্লির শাস্ত্রী পার্ক এলাকার ঘটনা। নিহত যুবকের নাম ঋত্বিক বর্মা, বয়স ২১ বছর। সোমবার শাস্ত্রী পার্কে অভিযুক্ত স্বামীর অনুপস্থিতিতে গিয়েছিলেন ঋত্বিক। সেই সময় হঠাৎই তাঁর প্রেমিকার স্বামী এসে যাওয়ায় হাতেনাতে ধরা পড়ে যান ঋত্বিক। নিজের বাড়িতে স্ত্রীর প্রেমিককে দেখে রাগে হিতাহিত জ্ঞান লোপ পায় স্বামীর। ব্যাপক মারধর করেন ওই যুবককে। উপড়ে নেন নখও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার রাতে সেখানেই ওই যুবকের মৃত্যু হয়। 


পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবক ঋত্বিক বর্মা বাবা-মায়ের এক মাত্র ছেলে। তিনি পেশায় টেম্পোচালক ছিলেন। কয়েক মাস আগে অভিযুক্তের স্ত্রীর সঙ্গে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। সোমবার শাস্ত্রী পার্কে অভিযুক্তের বাড়িতে গিয়েছিলেন ঋত্বিক। কিন্তু হঠাৎ বাড়ি ফিরে আসেন প্রেমিকার স্বামী,  হাতেনাতে ধরা পড়ে যান দুজনেই। এরপরই ঋত্বিককে মারধর করতে শুরু করেন অভিযুক্ত। চিৎকার শুনে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঋত্বিককে উদ্ধার করে পুলিশ। সেই সময় তাঁরা দেখেন ওই যুবকের নখ উপড়ে নেওয়া হয়েছে, কথা বলার মতো পরিস্থিতিও নেই ওই যুবকের। তাঁকে উদ্ধার করে দ্রুত স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিযে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে গুরু তেগ বাহাদুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।
 
নিহত যুবকের আত্মীয় সংবাদ সংস্থাকে জানিয়েছেন, এক বা একাধিক অভিযুক্ত ঋত্বিককে বেধড়ক মারধর করে। তাঁর শরীরের বহু জায়গায়  আঘাতের চিহ্ন ছিল। কপালে ভোঁতা কোনও অস্ত্র দিয়ে আঘাত করার ক্ষত ছিল। উপড়ে নেওয়া হয়েছিল নখ। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।
 
জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই অভিযুক্ত যুবকের সন্দেহ ছিল, স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। সেই প্রতিহিংসা থেকেই খুন বলে প্রাথমিকভাবে অনুমান। তবে খুনের পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।