স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীর প্রেমিককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। দিল্লির শাস্ত্রী পার্ক এলাকার ঘটনা। নিহত যুবকের নাম ঋত্বিক বর্মা, বয়স ২১ বছর। সোমবার শাস্ত্রী পার্কে অভিযুক্ত স্বামীর অনুপস্থিতিতে গিয়েছিলেন ঋত্বিক। সেই সময় হঠাৎই তাঁর প্রেমিকার স্বামী এসে যাওয়ায় হাতেনাতে ধরা পড়ে যান ঋত্বিক। নিজের বাড়িতে স্ত্রীর প্রেমিককে দেখে রাগে হিতাহিত জ্ঞান লোপ পায় স্বামীর। ব্যাপক মারধর করেন ওই যুবককে। উপড়ে নেন নখও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার রাতে সেখানেই ওই যুবকের মৃত্যু হয়।