ঢাকা, ১৮ সেপ্টেম্বর– বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস লেখক এবং ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বড় বোন গীতা মেহতা ইহলোক ত্যাগ করলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। শনিবার তার দিল্লির বাড়িতে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মারা যান তিনি।
গীতা মেহতা প্রকাশক স্বামী সনি মেহতা আগেই মারা গেছেন। গীতা মেহতা বিশিষ্ট লেখক এবং তথ্যচিত্র নির্মাতাও। তিনি ওড়িশার ব্যবসায়ী প্রেম পট্টনায়কের বড় বোন। বিশিষ্ট বিমানচালক ও সবচেয়ে জনপ্রিয় ওড়িশা নেতাদের একজন বিজু পট্টনায়কের কন্যা গীতা মেহতা ১৯৭০-৭১ সালে আমেরিকান টেলিভিশন নেটওয়ার্ক এনবিসিতে তৎকালীন পূর্ব পাকিস্তানে যুদ্ধবিষয়ক সংবাদদাতা হিসেবে কাজ করেছিলেন। আর তার সেই অভিজ্ঞতা তিনি তার বহুল প্রশংসিত তথ্যচিত্র ‘ডেটলাইন বাংলাদেশ’-এ বর্ণনা করেছেন।
Advertisement
Advertisement
Advertisement



