বিশ্বকাপের শুরুতেই মিচেল স্টার্কের নাে-বল বিতর্কে কটাক্ষ হতে হয় আম্পায়রকে। তবে এবারের বিশ্বকাপে নতুন বিতর্কের সৃষ্টি হল।
চলতি বিশ্বকাপে অন্তত দশবার উইকেটে বল লাগার পরেও বেল পড়েনি। বিদ্যুতের তার থাকার কারণে এলইডি বেল ভারী হয়ে যাওয়ায় সহজে নড়ছে না বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। বেল না পড়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এবং অজি অধিনায়ক ফিঞ্চ।
Advertisement
আইসিসি’র পক্ষ থেকে সাফ জানানাে হয়েছে, গত চার বছরে উইকেট বদলানাে হয়নি। ২০১৫ সালে ছেলেদের বিশ্বকাপ থেকে আন্তর্জাতিক ও ঘরােয়া প্রতিযােগিতাগুলিতে এই উইকেট ব্যবহার করা হচ্ছে। এক হাজারেও বেশি ম্যাচ হয়েছে এই উইকেটে। ব্যাটসম্যানদের দুর্গ ভেদ করার জন্য একটু বেশি শক্তি দরকার। তাই বিশ্বকাপের মাঝ বেল বদল করা হবে না।
Advertisement
Advertisement



