প্রাক্তন বিশ্বকাপ জয়ী মহেন্দ্র সিং ধােনিকে কুর্নিশ জানাল আইসিসি

আদৌ পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে খেলতে নামবেন কিনা তা নিয়ে সন্দেহ ছিল। একটা ফোন কলই জীবন পাল্টে দিয়েছিল বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধােনির।

Written by SNS Dubai | April 6, 2021 1:10 pm

মহেন্দ্র সিং ধোনি (File Photo: Dibyangshu Sarkar/AFP)

ভালাে পারফরমেন্স করে দেখাতে পারছিলেন আদৌ পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে খেলতে নামবেন কিনা তা নিয়ে সন্দেহ ছিল। কিন্তু একটা ফোন কলই জীবন পাল্টে দিয়েছিল বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধােনির।

তৎকালীন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির ফোন। এবং ফোনে তিনি মাহিকে বার্তা দেন, তুমি কালকের ম্যাচে দলে আছো এবং তিন নম্বরে ব্যাট করতে নামবে। তারপর বাকিটা ইতিহাস। ঠিক ষােলাে বছর আগে ৫ এপ্রিল, ২০০৫ সালে শািখাপত্তনম স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধােনির ব্যাটিং তান্ডব দেখা গিয়েছিল।

এবং আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শতরান করেছলেন। সেই ঐতিহাসিক ১৪৮ রানের ইনিংস ষােলাে বছরে পা দিল। ক্যাপ্টেন কুলের আগমনের দিনকে স্মরণে রেখে সােমবার তাকে কুর্নিশ জানিয়েছে আইসিসি।