বীরভূম,১৪ মার্চ — কয়লাকাণ্ডের যোগসূত্র যেন শেষ হবার নাম ই নিচ্ছে না।এ বার বীরভূমের এক পুলিশ আধিকারিক শেখ মহম্মদ আলিকে তলব করল সিবিআই ।শেখ মহম্মদ আলি নামে ওই পুলিশ আধিকারিককে মঙ্গলবার ডাকা হয়েছে নিজাম প্যালেসে।
সূত্রের খবর, কয়লাকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। কয়লাকাণ্ডে ওই পুলিশ আধিকারিককে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।
কোটি কোটি টাকার কয়লা কেলেঙ্কারির তদন্তে এ বার শেখ মহম্মদকে তলব করেছে সিবিআই।শেখ মহম্মদ বর্তমানে সিউড়ি থানায় আইসি হিসাবে কর্মরত।দীর্ঘ দিন ধরে তিনি বীরভূমের বিভিন্ন থানার দায়িত্বেও ছিলেন।সিবিআই এর দাবি, বীরভূমের একাধিক থানার এলাকা ব্যবহার হতো কয়লা পাচারের পথ হিসাবে।সেইসব থানার পুলিশ কর্মচারীদের ওই সব এলাকায় পুলিশের কী ভূমিকা ছিল তা জানতে চাওয়া হতে পারে ওই পুলিশ আধিকারিকের কাছে।
Advertisement
Advertisement
Advertisement



