কলকাতা, ১ মার্চ — এবার শান্তিপ্রসাদ সিনহার বাড়ি থেকে মিলল লক্ষ লক্ষ টাকা আর দেড় কেজি সোনা। উদ্ধার করা হয়েছে দেড় হাজার প্রার্থীর তালিকা।অর্পিতার পর এরকম বিপুল পরিমান টাকা উদ্ধার করা হল। শান্তিপ্রসাদ সিনহা স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা ছিলেন। নিয়োগ দুর্নীতি মামলায় তিনি এখন জেলে আছেন। কিন্তু তদন্তকারী সংস্থার অফিসেররা বুধবার তার বেহালার ফ্ল্যাটে হানা দেন।
তদন্তকারী অফিসাররা সিনহার বাড়ি থেকে বিভিন্ন রকম নথিপত্র উদ্ধার করেছেন। নাম বেনামে তার আরও সম্পত্তি আছে কি না খতিয়ে বদেখা হচ্ছে।
Advertisement
Advertisement



