উপকরণ — টমেটো বড় সাইজ ৮টি, পেঁয়াজ কুচি ৪টি, মাছ ১/২ কেজি, রসুন কুচি ১/২ চা চা, হলুদ বাটা ১/২ চা চা, কাঁচামরিচ ৩টি, মরিচ বাটা ১ চা চা, ধনে বা পুদিনা ২টে চা, জিরা বাটা ১ চা চা, লবণ ২টে.চা, ধনে বাটা ২চা চা, সয়াবিন তেল ১/৩ কাপ,
পদ্ধতি — ছুরি দিয়ে টমেটোর বোঁটার মুখ গোল করে কেটে ভিতরের অংশ বের করে টমেটো ধুয়ে রাখুন। মাছ সিদ্ধ করে কাঁটা বাছ। মাছে টমেটো ভিতরের অংশ এবং অন্যান্য উপকরণ মিশিয়ে তেরে ভাল করে ভাজ। টমেটোতে মাছের কিমা ঠেসে ভকর। টমেটোতে তেল মাখিয়ে ফ্রাইপ্যান বা তাওয়ায় রাখ। তাওয়া উনানে দিয়ে মৃদু আঁচে ঢেকে রাখ, টমেটো একবার উল্টে দিতে পার। ওভেনে মাঝারি তাপে বেক করতে পার। টমেটো সামান্য নরম হলে নামাও। গরম পরিবেশন কর।
Advertisement
Advertisement
Advertisement



