মুম্বাই, ৮ নভেম্বর– বান্ধবীকে নিয়ে ঝামেলার জেরে ছোটবেলার বন্ধুকে কুপিয়ে খুন করে তাঁর যৌনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভিবন্ডিতে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সলমন খান ওরফে শামিম। অভিযুক্ত যুবকের নাম আসলাম।
শামিমের হোটেলের ব্যবসা। তাঁর সঙ্গেই কাজ করতেন আসলাম। বচসার সূত্রপাত শামিমের একাধিক বান্ধবী থাকাকে কেন্দ্র করে। পুলিশের কাছে জেরায় আসলাম জানিয়েছেন, শামিমের পাঁচ বান্ধবী ছিল। তাঁদের মধ্যে এক জনের প্রেমে পড়েছিলেন আসলাম। বিষয়টি শামিমকে জানিয়েছিলেন আসলাম। শুধু তাই নয়, ওই তরুণীর সঙ্গে শামিমকে সম্পর্ক ছিন্ন করার জন্যও অনুরোধ করেন। কিন্তু আসলামের কথায় খুব একটা পাত্তা দেননি শামিম। এর পরই আসলাম শামিমকে খুন করে যৌনাঙ্গ কেটে ফেলবেন। যদিও পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
Advertisement
Advertisement
Advertisement



