জলপাইগুড়ি,২২ অক্টোবর — বিগত দুবছর করোনার কারণে গোটা রাজ্যে কোনো পুজোই বিশাল জাকজমকভাবে করা সম্ভব হয়নি।এই বছর করোনার প্রকোপ কমতেই ফের তোড়জোড় শুরু হয়েছে বড় পুজোগুলো নিয়ে। জলপাইগুড়ি জেলার কালীপুজো বিখ্যাত। মণ্ডপসজ্জা, আলোর সাজ বরাবরই আকর্ষণের শীর্ষে থাকে। উত্তরবঙ্গ জুড়ে মানুষজন আসেন জলপাইগুড়ি শহরের কালীপুজো দেখতে।
Advertisement
এই বছর মানুষদের ঢল নামছে মালয়েশিয়ার বিখ্যাত সেই টুইন টাওয়ার দেখার জন্য। জলপাইগুড়ির দাদাভাই ক্লাব এবার বানিয়েছে কাচের তৈরি টুইন টাওয়ার। ১৩০ ফুট উচ্চতার এই টুইন টাওয়ার মালয়েশিয়ার টুইন টাওয়ারের আদলে তৈরি। সঙ্গে রয়েছে চোখ ধাঁধানো লাইটিং।টুইন টাওয়ারের উদ্বোধন হবে রবিবার। কিন্তু তার আগেই জনতার ঢল নেমেছে গতকাল রাত থেকে। ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে।টাওয়ার দেখতে কালীপুজোর আগেই ভিড় জমিয়েছেন মানুষজন।
Advertisement
Advertisement



