• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দলিত পরিবারকে  ব্র্যান্ডেড চা এর হুকুম করায় মুখ পুড়লো বিজেপি নেতাদের 

বেঙ্গালুরু , ১৪ অক্টোবর — সামনেই বিধানসভা নির্বাচনের জন্য সপারিষদ জনসংযোগ যাত্রায় বেরিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং সেই সূত্রেই ওনারা সকালের প্রাতরাশ সারেন এক দলিত পরিবারের বাড়িতে।তবে তাঁরা পৌঁছনোর আগে পুলিশ গিয়ে সেই পরিবারকে রীতিমতো হুকুম করেছে যে মুখ্যমন্ত্রীর জন্য যেন কোনও ব্র্যান্ডেড কোম্পানির চা পাতার ব্যবস্থা রাখা হয়। আর তার পরেই শুরু  হয় বিপত্তি।দলিত পরিবারকে পুলিশের এই হুকুমের

বেঙ্গালুরু , ১৪ অক্টোবর — সামনেই বিধানসভা নির্বাচনের জন্য সপারিষদ জনসংযোগ যাত্রায় বেরিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং সেই সূত্রেই ওনারা সকালের প্রাতরাশ সারেন এক দলিত পরিবারের বাড়িতে।তবে তাঁরা পৌঁছনোর আগে পুলিশ গিয়ে সেই পরিবারকে রীতিমতো হুকুম করেছে যে মুখ্যমন্ত্রীর জন্য যেন কোনও ব্র্যান্ডেড কোম্পানির চা পাতার ব্যবস্থা রাখা হয়। আর তার পরেই শুরু  হয় বিপত্তি।দলিত পরিবারকে পুলিশের এই হুকুমের ভিডিও শেয়ার করেছে কংগ্রেস। আর তাতেই জনসংযোগ যাত্রার শুরুতেই মুখ পুড়েছে কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা-সহ বিজেপি নেতাদের।

সিদ্দারামাইয়া বলেন, ‘নির্বাচন আসছে বলেই বিজেপি দলিত, অনগ্রসর শ্রেণি, এবং তফসিলি জাতি-উপজাতিদের কথা মনে করতে শুরু করেছে। এ পর্যন্ত তাদের কল্যাণে সরকার কিছুই করেনি। এখন বিজেপির নেতা-মন্ত্রীরা নির্বাচন ও ভোটের জন্য দলিত ও অনগ্রসর জনগোষ্ঠীর মানুষের কাছে যাচ্ছেন।

Advertisement

Advertisement

Advertisement