• facebook
  • twitter
Friday, 1 November, 2024

১ বছর থাকলেই জম্মুতে ভোটাধিকার

জম্মু ও কাশ্মীর, ১২ অক্টোবর– গত আগস্টেই জম্মু ও কাশ্মীর নিয়ে ঐতিহাসিক ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। ঘোষণা ছিল ভূমিপুত্র না হলেও জম্মু ও কাশ্মীরে ভোটাধিকার মিলবে। এবার জম্মুর ডেপটি কমিশনার নির্দেশ দিলেন, জম্মুতে এক বছরের বেশি সময় ধরে বসবাস করছেন যাঁরা, তাঁদেরই ভোটার বলে গণ্য করা হবে। ইতিমধ্যেই সমস্ত জেলার দায়িত্বপ্রাপ্ত তহসিলদারদের বলা হয়েছে, যাঁরা

জম্মু ও কাশ্মীর, ১২ অক্টোবর– গত আগস্টেই জম্মু ও কাশ্মীর নিয়ে ঐতিহাসিক ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। ঘোষণা ছিল ভূমিপুত্র না হলেও জম্মু ও কাশ্মীরে ভোটাধিকার মিলবে। এবার জম্মুর ডেপটি কমিশনার নির্দেশ দিলেন, জম্মুতে এক বছরের বেশি সময় ধরে বসবাস করছেন যাঁরা, তাঁদেরই ভোটার বলে গণ্য করা হবে। ইতিমধ্যেই সমস্ত জেলার দায়িত্বপ্রাপ্ত তহসিলদারদের বলা হয়েছে, যাঁরা এক বছরের বেশি সময় ধরে থাকছেন, তাঁদের সার্টিফিকেট ইস্যু করার জন্য।

২০১৯ সালে ৩৭০ ধারার অবলুপ্তির পরই ‘স্পেশাল স্ট্যাটাস’ হারায় জম্মু ও কাশ্মীর। এরপরই কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় উপত্যকা। সেই সময়ের পর থেকে এবারই প্রথম নির্বাচনী সংশোধনের পথে হাঁটছে প্রশাসন। এই পরিস্থিতিতেই মঙ্গলবারের এই নির্দেশ। সেই সঙ্গে এও জানানো হয়েছে, কোনও যোগ্য ভোটারের যাতে তালিকার বাইরে না থাকেন, সেই কারণে এমন পদক্ষেপ। নির্দেশি আরও বলা হয়েছে আধার কার্ড, জল বা ইলেকট্রিকের বিল, গ্যাস সংযোগের নথি, ব্যাংকের পাসবই, পাসপোর্ট, জমির দলিল ইত্যাদিকে বসবাসের প্রমাণপত্র হিসেবে দাখিল করা যাবে।

যদিও এই নির্দেশিকার তীব্র বিরোধিতা করেছে বিরোধীরা।