মেয়েদের আইএফএ শিল্ড হতে চলেছে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে। এই প্রতিযোগিতায় কলকাতার চারটি দল ও রাজ্যের দু’টি দল খেলবে। তবে এই প্রতিযোগিতা কোথায় হবে, তা সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এদিকে কন্যাশ্রী কাপের প্রিমিয়র ‘বি’-র খেলার গ্রুপ বিন্যাস ও ক্রীড়াসূচি তৈরি করা হয়েছে আইএফএ’র পক্ষ থেকে লটারির মাধ্যমে গ্রুপ বিন্যাস করা হয়। ষোলোটি দলকে নিয়ে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। দু’টি গ্রুপের শীর্ষে থাকা চারটি করে আটটি দল নকআউট পর্যায়ে খেলার সুযোগ পাবে। প্রিমিয়ার ‘বি’-এর চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল আগামী মরশুমে প্রিমিয়ার ’এ’-তে খেলার সুযোগ পাবে। প্রতি দলে অনুর্ধ্ব ১৭ বছর বয়সী ফুটবলারকে বাধ্যতামূলক খেলাতে হবে। আগামী ৮ ডিসেম্বর থেকে এই প্রতিযোগিতা শুরু হবে।
Advertisement
অন্য সূত্রে জানা গেছে, বেশ কয়েক মাসে ভেটারেন্স ক্লাবের সভাপতি পদ থেকে শ্যাম থাপা সরে দাঁড়ান ব্যক্তিগত কারণে। তারপরে সভাপতি পদ নিয়ে সদস্যদের মধ্যে বেশ কিছু আলোচনা হয়। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে প্রাক্তন ফুটবলার ভাস্কর গাঙ্গুলির নাম উঠে এসেছে। তবে কার্যকরী কমিটির সভা শ্ষে ভাস্কর গাঙ্গুলির নামের উপর সিলমোহর পড়তে চলেছে।
Advertisement
Advertisement



