আইপিএল ক্রিকেট বলতেই টাকার খেলা। প্রচুর অর্থের বিনিময়ে ক্রিকেটাররা বিভিন্ন দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে থাকেন। গতবছর আইপিএল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইটরাইডার্স। আর সেই দলকে নেতৃত্ব দিয়েছিলেন শ্রেয়স আইয়ার। কিন্তু এবারে কেকেআর দলের প্রতি তাঁর মোহভঙ্গ হয়েছে। বোর্ডের চুক্তি থেকে বাদ পড়া ক্রিকেটাররা বিরাট অর্থ চাইছেন কেকেআর দলের কাছ থেকে। কিন্তু দলের কর্মকর্তারা তা দিতে নারাজ।
দাবিদাওয়া নিয়ে কথা বলতে শ্রেয়সের সঙ্গে বৈঠকে বসেছিলেন কেকেআর কর্তারা। সেই বৈঠকে অনেক কথাবার্তাই হয়েছে। দিনের শেষে শ্রেয়সকে নিয়ে হাল ছেড়ে দিয়েছে কেকেআর। বৃহস্পতিবার বিকেলে যে তালিকা বোর্ডে জমা দেওয়া হবে সেখানে যে শ্রেয়সের নাম থাকছে না তা কার্যত নিশ্চিত। যদিও শ্রেয়সকে ‘রাইট-টু-ম্যাচ’ কার্ড ব্যবহার করে কেনা যায়। তবে সেটা নিয়ে এখনও ধোয়াশা রয়েছে।
Advertisement
আইপিএলের দলগুলি সাধারণত অধিনায়ক হিসাবে ভারতীয়দেরই চায়। সে জায়গায় শ্রেয়স গত বার দলকে জিতিয়েছেন। কিন্তু খারাপ ফর্ম এবং বোর্ডের কথা না শোনার কারণে কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েছেন। কেকেআর শ্রেয়সকে ‘রাইট-টু-ম্যাচ’ কার্ড ব্যবহার করতে কিনতে চায়। শ্রেয়স চাইছেন, নিলামে তাঁর দাম যতটা সম্ভব বাড়িয়ে তার পরে এই কার্ড ব্যবহার করে কিনুক কেকেআর।
Advertisement
আইপিএলের নিলামে ক্রিকেটারের দাম ওঠে তাঁর জাতীয় দলের পারফরম্যান্স, আইপিএলের অতীত পারফরম্যান্স এবং ফিটনেসের কথা মাথায় রেখে। জাতীয় দলে সুযোগই পাননি শ্রেয়স। আইপিএলে গত বার দল জিতলেও তিনি ভালো খেলতে পারেননি। তা ছাড়া ২০২৩ মরশুমে তাঁকে চোটের জন্য পাওয়া যায়নি। এমনিতেই শ্রেয়স চোটপ্রবণ। তাঁর পিছনে গাদা গাদা অর্থ খরচ করতে নারাজ কেকেআর। তাই শ্রেয়সকে বাদ দিয়েই পরিকল্পনা করা হয়েছে।
Advertisement



