• facebook
  • twitter
Saturday, 10 January, 2026

ব্যাট হাতে দুরন্ত শ্রেয়স, ফের ব্যর্থ শুভমন গিল

শ্রেয়সের এই দুরন্ত প্রত্যাবর্তনের দিনে ব্যাট হাতে ফের ব্যর্থ ভারতের টেস্ট ও একদিনের দলের অধিনায়ক শুভমন গিল এবং টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব।

দীর্ঘ প্রায় দুমাস বাদে চোট সারিয়ে মঙ্গলবার মাঠে ফিরলেন শ্রেয়স আইয়ার। আর মাঠে ফিরেই ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স উপহার দিলেন মুম্বইয়ের এই ব্যাটসম্যান। গত অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ চলাকালীন চোট পেয়েছিলেন তিনি। ফলে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে মাঠে নামতে পারেননি। অবশেষে আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য ভারতীয় দলের সহ-অধিনায়ক হিসেবে ফিরেছেন শ্রেয়স। সেই সিরিজে মাঠে নামার আগে ফিটনেস পরীক্ষা দিতে এদিন হিমাচলপ্রদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন তিনি।

আর মাঠে ফিরেই ব্যাট হাতে ৫৩ বলে ৮২ রানের ইনিংস উপহার দিলেন মুম্বই অধিনায়ক। যশস্বী জয়সওয়াল ও সরফরাজ খান দ্রুত ফিরে যাওয়ার পরে দলের হাল ধরেন শ্রেয়স। তিন নম্বরে ব্যাট করতে নামা মুশির খানের সঙ্গে ৮২ রানের জুটি গড়ে তোলেন তিনি। মুশির ব্যক্তিগত ৭৩ রানে আউট হওয়ার পর সূর্যকুমার যাদবকে সঙ্গে নিয়ে দ্রুত রান তুলতে থাকেন তিনি। প্রতিপক্ষ বোলারদের উপর চাপ বজায় রেখে দশটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৮২ রানের ইনিংস খেলেন শ্রেয়স । যদিও, অল্পের জন্য শতরান হাতছাড়া হয় তাঁর।

Advertisement

তবে, শ্রেয়সের এই দুরন্ত প্রত্যাবর্তনের দিনে ব্যাট হাতে ফের ব্যর্থ ভারতের টেস্ট ও একদিনের দলের অধিনায়ক শুভমন গিল এবং টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব। মুম্বইয়ের হয়ে খেলতে নেমে ব্যাট হাতে সূর্য’র অবদান ১৮ বলে ২৪ রান। অন্যদিকে, পাঞ্জাবের হয়ে খেলতে নেমে ১২ বলে ১১ রান করে আউট হলেন গিল। এই দুই ব্যাটসম্যানের অফ ফর্ম স্বাভাবিকভাবেই চিন্তায় রাখবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। এদিকে, প্রবল কুয়াশার জন্য দৃশ্যমানতা কমে যাওয়ায় নির্ধারিত সময়ের বেশকিছুটা পরে শুরু হয় মুম্বই-হিমাচলপ্রদেশ ও পাঞ্জাব-গোয়া ম্যাচ। এছাড়াও মহারাষ্ট্র বনাম ছত্তিশগড় এবং উত্তরাখণ্ড বনাম সিকিমের ম্যাচও প্রায় আড়াই ঘন্টা পর শুরু হয়।

Advertisement

Advertisement