• facebook
  • twitter
Saturday, 9 November, 2024

ম্যান ইউয়ের দুরন্ত জয় লেস্টার সিটির বিপক্ষে

কাসেমেইরো মাঝমাঠে খেললেও, সারা মাঠজুড়ে খেলার প্রবণতায় প্রতিপক্ষ দলের রক্ষণভাগে ফাটল ধরে যায়। নতুন কোচ রুডভ্যান সবসময় চেষ্টা করেছেন কাসেমেইরো ফ্রি ফুটবলার হিসেবে খেলানোর।

স্বমহিমায় আবার দেখতে পাওয়া গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। কারাবাও কাপে দুরন্ত দুরন্ত জয় পেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। গত কয়েক মাসে দলের খেলায় এমন ছন্দময় ফুটবল দেখতে পাওয়া যায়নি। কোচ এরিক টেন হ্যাগের বিদায় নেওয়ার পরে ম্যানইউকে পুরনো ফর্মে দেখা গেল। গত সপ্তাহে ওয়েস্টহ্যামের কাছে লজ্জার হারের পরেই কোচ টেন হ্যাগকে বিদায় নিতে হয়। এখন কোচের পদে এসেছেন ডাচ তারকা রুড ভ্যান নিস্তেলরয়। তিনি দায়িত্ব নেয়োর পরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড দারুণ পারফরম্যান্স করল। ম্যানইউ ৫-২ গোলে হারিয়ে দিল লেস্টার সিটিকে।

লেস্টার সিটির বিপক্ষে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে প্রথম গোলটি করেন ব্রাজিলিয়ান ফুটবলার কাসেমেইরো। খেলা তখন গড়িয়েছিল মাত্র ১৫ মিনিট। ২৮ মিনিটে আবার গোল। এবারের গোলদাতা আর্জেন্টিনার ফুটবলার গার্লাচো। তবে লেস্টার সিটির ফুটবলার পাল্টা আক্রমণে ব্যবধান কমান বিলান খানৌস। অবশ্য ম্যান ইউয়ের হয়ে তৃতীয় গোলটি করেন ব্রুগে ফার্নান্ডেজ। ৩৬ মিনিটের মাথায় তিন মিনিটের ব্যবধানে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে চতুর্থ গোলটি করেন ব্রাজিলিয়ান সেই ফুটবলার কাসেমেইরো। কাসেমেইরো মাঝমাঠে খেললেও, সারা মাঠজুড়ে খেলার প্রবণতায় প্রতিপক্ষ দলের রক্ষণভাগে ফাটল ধরে যায়। নতুন কোচ রুডভ্যান সবসময় চেষ্টা করেছেন কাসেমেইরো ফ্রি ফুটবলার হিসেবে খেলানোর। খেলার প্রথমার্ধের শেষের দিকে কোনর কোয়াডি গোল করে ব্যবধান কমান লেস্টার সিটির হয়ে।

দ্বিতীয় পর্বে ম্যান ইউ দল অপ্রতিরোধ্য হয়ে ওঠে। লেস্টার সিটির রক্ষণভাগে যে ঝড় উঠেছিল, তা সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। ৫৯ মিনিটে ব্রুনো ফার্নান্ডেজ আবার গোল করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জয় নিশ্চিত করে দেন। নতুন কোচের আগমনে ড্রেসিং রুমের চেহারা একেবারে বদলে গেছে।