পাটনা, ২০ আগস্ট— বিজেপির সঙ্গ ত্যাগ করে হাত ধরেছেন আরজেডি-কংগ্রেসের। বিহা
আরজেডির মন্ত্রীদের তেজস্বী জানিয়েছেন, কোনওভাবেই মন্ত্রীরা দফতরের দায়িত্ব নিয়ে নতুন গাড়ি কিনতে পারবেন না। যা গাড়ি আছে তা-ই ব্যবহার করতে হবে।
Advertisement
বয়সে বড় যদি কেউ এসে মন্ত্রীদের পা ছুঁয়ে প্রণাম করতে চান তা গ্রহণ করা যাবে না। হাতজোড় করে নমস্কার বা আদাব জানাতে হবে।
Advertisement
গরিব মানুষ কাজের জন্য এলে কখনওই জাতপাত দেখা যাবে না।
মন্ত্রীদের হাতে কেউ ফুলের তোড়া দিলে তাঁকে বই বা পেন দিতে হবে।
মন্ত্রীদের আচরণে যেন কোনও ভাবেই ঔদ্ধত্য প্রকাশ না পায়।
সংবাদমাধ্যমে মন্তব্য করার আগে দশবার ভেবে করতে হবে। অযথা যাতে বিতর্ক তৈরি না হয় বা সরকারের কাছে যেন বিড়ম্বনার কারণ না হয়।
Advertisement



