• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সম্পত্তির লোভে গৃহবধূ খুন

সম্পত্তির লোভে গৃহবধূকে খুন করার অভিযোগ উঠল পিংলা থানার মালিগ্রাম অঞ্চলের ঘুসুমপুকুর এলাকায়। খুন হয়ে যাওয়া গৃহবধূর নাম মুসকান বিবি।

Cropped image of a woman lying on the floor

সম্পত্তির লোভে গৃহবধূকে খুন করার অভিযোগ উঠল পিংলা থানার মালিগ্রাম অঞ্চলের ঘুসুমপুকুর এলাকায়। খুন হয়ে যাওয়া গৃহবধূর নাম মুসকান বিবি।

মুসকানের বাবা শেখ মোমিনের অভিযোগ, আড়াই মাস আগে শহিদ খানের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। শহিদ কর্মসূত্রে বাইরে থাকত।

Advertisement

সোমবার রাতে ভাসুর রফিজুল খান এবং ননদ রুফসানা মিলে তার মেয়েকে খুন করেছে। মঙ্গলবার সকালে তাকে মেয়ের মৃত্যুর খবর জানানো হয়। মেয়ের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

Advertisement

পরিবারের পক্ষ থেকে পিংলা থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযোগের ভিত্তিতে রফিজুল ও রুফসানাকে আটক করেছে।

Advertisement