রাজ্যজুড়ে দাপট বাড়ছে মারণ ভাইরাস করোনার। গত ২৪ ঘণ্টায় লাফিয়ে বাড়ল সংক্রমণ।
কলকাতায় ফের একদিনে আক্রান্তের সংখ্যা পেরিয়ে গিয়েছে সাতশোর গণ্ডি। এখনও সাধারণ মানুষের প্রাণ কাড়ছে মারণ ভাইরাস।
Advertisement
মঙ্গলবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৯৭৩ জন।
Advertisement
গত সোমবার যে সংখ্যাটা নেমে গিয়েছিল ১২০০-র নিচে। এর মধ্যে শুধু কলকাতাতেই একদিনে আক্রান্ত ৭১৭ জন।
এরপরই সংক্রমিতের তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা। এই দুই জেলায় একদিনে আক্রান্ত ৪৮২ জন।
দক্ষিণ ২৪ পরগণা এবং হুগলিতে সংক্রমিত যথাক্রমে ১৩৭ ও ১৩৮ জন। হাওড়াতে একদিনে ৯৬ জনের শরীরে থাবা বসিয়েছে কোভিড।
একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ৩ জনের। এখনও পর্যন্ত বাংলায় মারণ ভাইরাসের বলি মোট ২১ হাজার ২২৮ জন। সতর্কতা থাকতে অনুরোধ চিকিৎসকদের।
Advertisement



