বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন নূপূর শ্যানন, সম্পর্কে অভিনেত্রী কৃতি শ্যাননের বোন। তাঁর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইন্সটাগ্রামে আপকামিং মুভির ট্রিজার পোস্টার পোস্ট করে বোন নূপুর সহ পুরো টিমকে শুভেচ্ছা জানিয়েছেন।
রোম্যান্টিক কমেডি ‘চেহরা’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ করতে চলেছেন নূপুর। তার বিপরীতে নওয়াজউদ্দিন সিদ্দিকি রয়েছেন বলে জানা গেছে। বোনকে শুভেচ্ছা জানিয়ে কৃতি লিখেছন, “নুপস, তোমার জীবনে একটা নতুন জার্নি শুরু হতে চলেছে। দারুণ আনন্দিত।
Advertisement
বলিউডে কেরিয়ার শুরু করতে পারাটা কতটা স্পেশ্যাল আমি জানি। জীবনে উন্নতি কর, আনন্দে থাক। জীবনের প্রতিটা মুহুর্তকে উপভোগ কর। তোমাকে ও পুরো টিমকে অনেক শুভেচ্ছা।”
Advertisement
Advertisement



