• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কোভিডে মৃত্যু ১৬১ জনকে ক্ষতিপূরণের টাকা

মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান আরো বলেন যে কোভিড আক্রান্ত হয়ে মেদিনীপুর পৌর এলাকায় যারা মারা গিয়েছেন তাদের কেউ সরকারি ক্ষতিপুরণ থেকে বাদ যাবেনা।

রাজ্য সরকারের ঘোষণা মত মেদিনীপুর পুরসভার অধীনে থাকা ২৫টি ওয়ার্ডএ করোনা আক্রান্ত হয়ে যাঁরা মারা গেছেন তাঁদের নিকট আত্মীয়দের হাতে তুলে দেওয়া হচ্ছে রাজ্য সরকারের ঘোষিত ৫০ হাজার টাকার ক্ষতিপুরণের চেক।

মেদিনীপুর পুরসভার চেয়ারপার্সন সৌমেন খান জানান, মেদিনীপুর পুরসভার বিভিন্ন এলাকায় কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬১ জন। ইতিমধ্যেই মৃত ৬১ জনের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে ক্ষতিপূরণের চেক। বাকিদের এক সপ্তাহের মধ্যেই দিয়ে দেওয়া হবে।

Advertisement

মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান আরো বলেন যে কোভিড আক্রান্ত হয়ে মেদিনীপুর পৌর এলাকায় যারা মারা গিয়েছেন তাদের কেউ সরকারি ক্ষতিপুরণ থেকে বাদ যাবেনা। সরকারি নিয়ম মেনেই তাদের ক্ষতিপুরণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

Advertisement

Advertisement