মঙ্গলবার ত্রিপুরার আগরতলার এনসিসি থানায় হাজিরা দিতে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘােষ। আগরতলায় গিয়ে তার শরীর খারাপ হয়েছে।
কুণাল ঘােষ জানিয়েছেন ‘তাঁকে প্রথমে খােয়াই থানায় হাজিরার নােটিস দেওয়া হয়েছিল। সেখান থেকে পরে আবার জানানাে হয়, আগরতলায় এনসিসি থানায় হাজিরা দিতে যেতে হবে। সেই থানায় গিয়েই অসুস্থ হয়ে পড়েন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।
Advertisement
এদিকে ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের র্যালিকে কেন্দ্র করে চাপানউতাের চলছে। আজ অভিষেকের পদযাত্রার কথা ছিল। তবে সেদিন ধর্মঘট একা হয়েছে। কুণাল ঘােষ টুইটারে বিপ্লব দেব সরকারে বিরুদ্ধে তােপ দেগেছেন। বলেছেন, ত্রিপুরা বিজেপি ভয় পেয়ে এসব করছে। তৃণমূলকে এভাবে আটকানাে যাবে না।
Advertisement
Advertisement



