প্রাণ বাঁচানাের তাগিদ নিয়ে প্রতিদিন কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমান বন্দরে হাজার হাজার আফগান নাগরিক জড়াে হচ্ছেন। খিদে এবং তেষ্টায় তারা ক্লান্ত। ভয়াবহ পরিস্থিতি কাবুল বিমানবন্দরে। এরই মধ্যে এক মহিলা।
সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছে, কি চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন। দেশ ছাড়তে চাওয়া নাগরিকরা। বিমান বন্দরের অবস্থা শােচনীয়। খাবার নেই। নেই পানীয় জল । প্রতি মুহূর্তে প্রাণের ভয়ে এক বােতল জল কিনতে বিমান বন্দরে খরচ হচ্ছে ৪০ মার্কিন ডলার।
Advertisement
ভারতীয় মুদ্রায় যা ৩ হাজার টাকা। এক প্লেট ভাতের দাম ১০০ মার্কিন ডলার, যা প্রায় সাড়ে সাত হাজার টাকা। আফগান মুদ্রা বিমান বন্দরে চলছে না। ফলে মার্কিন ডলারে নগদে মূল্য দিতে হচ্ছে। ফলে সমস্যা ভয়াবহ হয়ে উঠেছে।
Advertisement
Advertisement



