• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কঠোর বিধিনিষেধের মধ্যেই একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখলাে বাংলাদেশ

বাংলাদেশে করােনাভাইরাসে মহামারি ভয়ংকর আকার ধারণ করছে। চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেই প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভাইরাসটির শনাক্ত ও মৃত্যুর সংখ্যা।

প্রতীকী ছবি (File Photo: AFP)

বাংলাদেশে করােনাভাইরাসে মহামারি ভয়ংকর আকার ধারণ করছে। চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেই প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভাইরাসটির শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। প্রায় প্রতি তিনজনে একজন করােনায় শনাক্ত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৪৭ জনের মৃত্যু হয়েছে।

এর আগে একদিনে এত মৃত্যু দেখেনি বাংলাদেশ। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালাে ১৯ হাজার ৫২১ জনে। এর আগে গত ১৯ জুলাই দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু হয়েছিল।

Advertisement

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ হাজার ১৯২ জনের শরীরে করােনা শনাক্ত হয়েছে। এটাও সবোচচ শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালাে ১১ লাখ ৭৯ হাজার ৮২৭ জনে।

Advertisement

আজ সােমবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানাে হয়। এর আগে দেশে ১৯ জুলাই ২৩১ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। আজকের আগে সেটাই ছিল একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড।

দেশে এই পরিস্থিতি পর্যালােচনা করতে আগামিকাল উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ বৈঠকে সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এতে অংশ নিতে স্বাস্থ্যমন্ত্রী, সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান, পুলিশ মহাপরিদর্শক, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রধান, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক এবং স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবদের আমন্ত্রণ জানানাে হয়েছে।

আজ সােমবার স্বাস্থ্য অধিদফতরের করােনাবিষয়ক বিজ্ঞপ্তিতে আরও জানানাে হয়, গত ২৪ ঘণ্টায় করােনার নমুনা সংগৃহীত হয়েছে ৫৩ হাজার ৩১৬ টি, আর নমুনা পরীক্ষা করা হয়েছে ৫০ হাজার ৯৫২ টি। দেশে এখন পর্যন্ত করােনার নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৫ লাখ ছয় হাজার ২৩৩ টি।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৫৫ লাখ ১৬ হাজার ৮৬৪ টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ১৯ লাখ ৮৯ হাজার ৩৬৯ টি। ঈদের ছুটির পর দেশে করােনার নমুনা পরীক্ষাও হয়েছে একদিনে সর্বোচ্চ।

রেকর্ড সংখ্যক নমুনা পরীক্ষায় দেশে একদিনে রেকর্ড সংখ্যক রােগী শনাক্ত হলেন। গত ঘণ্টায় রােগী শনাক্তের হার ২৯ দশমিক ৮২ শতাংশ, আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৫ দশমিক ৭২ শতাংশ।

২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৬০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৬৫ শতাংশ।

Advertisement