• facebook
  • twitter
Monday, 22 December, 2025

মােহনবাগান রত্ন শিবাজী

এবছর মােহনবাগান রত্ন হিসেবে প্রয়াত গােলরক্ষক শিবাজী ব্যানার্জির নাম ঘােষণা করা হয়েছে। ময়দানে সবার প্রিয় শিবাজী বন্দ্যোপাধ্যায় চলে গিয়েছেন চার বছর আগে।

প্রয়াত গােলরক্ষক শিবাজী ব্যানার্জি (Photo:SNS)

এবছর মােহনবাগান রত্ন হিসেবে প্রয়াত গােলরক্ষক শিবাজী ব্যানার্জির নাম ঘােষণা করা হয়েছে। ময়দানে সবার প্রিয় শিবাজী বন্দ্যোপাধ্যায় চলে গিয়েছেন চার বছর আগে। হৃদরােগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পেলের কসমস ক্লাবের বিরুদ্ধে কলকাতার মাঠে খেলেছিলেন এই প্রাক্তন মােহনবাগান গােলরক্ষক। সৃঞ্জয় বসু বলেন, শিবাজীদা আমাদের আবেগ। মােহনবাগানের অনেক সাফল্যের সঙ্গে তিনি জড়িত ছিলেন।

Advertisement

একটা আফশােস রয়ে গেল তার হাতে এই সম্মানটা তুলে দিতে পারলাম না বলে। একই সঙ্গে বছরের সেরা ফুটবলার রয় কৃষ্ণ, সেরা ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণ।

Advertisement

Advertisement