পাকিস্তানে চলন্ত বাসে আইইডি বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৩ জন যাত্রীর। তাদের মধ্যে ৯ জন চিনা নাগরিক। জানা গিয়েছে, ওই বাসটিতে কম করে ৩০ জন চিনা নাগরিক ছিলেন। তাঁরা প্রত্যেকেই পেশায় ইঞ্জিনিয়ার। দাসু হাইড্রো ইলেকট্রিক প্রকল্পের কাজে সেখানে গিয়েছিলেন তাঁরা।
এই ঘটনায় তীব্র ক্ষুব্ধ বেজিং, অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে কঠোর শাক্তির দাবি জানিয়েছেন। উল্লেখ্য, কোনও জঙ্গি সংগঠন এখনও এই হামলার দায় স্বীকার করেনি।
Advertisement
প্রসঙ্গত, বিগত কয়েক মাসে কাশ্মীর নিয়ে সুর নরম করতে দেখা গিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানে। খানিকটা সুর নামিয়ে পাল্টা সৌজন্য দেখায় দিল্লিও। করােনা আক্রান্ত ইমরানের সুস্থতা কামনার পাশাপাশি চলতি বছরের মার্চে পাকিস্তানের জাতীয় দিবসের ঠিক আগে নরেন্দ্র মােদি নিজেই ইমরানকে চিঠি লিখে বলেন ‘প্রতিবেশী দেশ হিসেবে পাকিস্তানিদের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত।’
Advertisement
Advertisement



