ইম্ফল-মোরে হাইওয়ের নিকটবর্তী এলাকায় বিস্ফোরণের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, থউবাল জেলার উসোইপোকপির ইম্ফল মোরে হাইওয়ের পূর্বদিকে জলাধারের নিকটবর্তী এলাকায় আইইডি বিস্ফোরণ ঘটানো হয়।
ওই সময় জলাধার সংলগ্ন এলাকায় ১৬ অসম রাইফেলসের সদস্যরা টহলদারি দিচ্ছিল। ঘটনায় অসম রাইফেলসের এক জওয়ান শহিদ হয়েছেন। জখম ১।
Advertisement
বিস্ফোরণের পরই নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে পৌছে এলাকাটি ঘিরে দিয়ে তল্লাশি শুরু করে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
Advertisement
ইম্ফল-মোরে হাইওয়ের পূর্বদিকে জলাধারের নিকটবর্তী এলাকায় বিস্ফোরণের ঘটনার দায় কোনও সংগঠন স্বীকার করেনি। লিলং থানার এক অফিসার জানিয়েছেন, ‘বিস্ফোরণের ঘটনায় মামলা করা হয়েছে। তদন্ত চলছে’।
Advertisement



