অবসান ঘটল প্রতীক্ষার। প্রত্যাশা মতাে বাজারে এলডিআরডিও তৈরি করােনার ওষুধ ২ ডি অক্সি ডি গ্লুকোজ বা সংক্ষেপে ২ ডিজি নামে ওষুধটি। সােমবার ওষুধের প্রথম ব্যাচটি আত্মপ্রকাশ ঘটান কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধন।
হায়দরাবাদের ডক্টর রেডিডস ল্যান্দ্রে সঙ্গে গাঁটছড়া বেঁধে এই ওষুধটি তৈরি করেছে ডিআরডিও ইন্সটিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস।
Advertisement
এদিন এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধন বলেন, করােনা মােকাবিলায় ডিআরডিও সাহায্য এবং কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে ভারত নিজস্ব করােনার ওষুধটি পেলাে। এই ওষুধটি করােনা রােগীদের দ্রুত সুস্থ করে তুলবে। অক্সিজেনের নির্ভরতাও কমিয়ে দেবে।
Advertisement
Advertisement



