বাড়িতে ঠিকমতাে পড়াশুনা না করা এবং অতিমাত্রায় মােবাইল ব্যবহার করা নিয়ে মা মেয়েকে বকাবকি করায়, অভিমানে আত্মঘাতী হলাে মেয়ে। পিউ মেটে নামে ওই ছাত্রীটির বাড়ি বীরভূমের নানুর থানার মুইতিন গ্রামে।
সেনানুর হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্রী ছিলাে। ৯ এপ্রিল সে বাড়িতে গায়ে আগুন দিয়ে অগ্নিদগ্ধ হলে, তাকে উদ্ধার করে প্রথমে আনা হয় নানুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখান থেকে তাঁকে বােলপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হলে, সেখানেই মারা যায় পিউ মেটে নামে ওই মেধাবী ছাত্রীটি।
Advertisement
Advertisement
Advertisement



