• facebook
  • twitter
Tuesday, 16 December, 2025

দামোদরের জলে স্নান করতে গিয়ে তলিয়ে গেল ৪ কিশোর

দামােদরের জলে স্নান করতে গিয়ে তলিয়ে গেল ৪ কিশাের। আরও ৪ জনকে অসুস্থ অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দামােদরের জলে স্নান করতে গিয়ে তলিয়ে গেল ৪ কিশাের। আরও ৪ জনকে অসুস্থ অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মৃত কিশোরের নাম অভিরাজ। ১৩ বছরের এই কিশোর দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত করঙ্গপাড়া এলাকার বাসিন্দা। বেসরকারি ইংরেজি মাধ্যমে অষ্টম শ্রেণির ছাত্র অভিরাজ। বাকি তিনজনের পরিচয় পাওয়া যায়নি এখনও।

Advertisement

হােলির দিন সােমবার সকালে করঙ্গপাড়া থেকে সাত কিশাের দুর্গাপুর ব্যারেজে দামােদর নদে স্নান করতে নেমেছিল। হঠাৎ বাঁকুড়ার বড়জোড়ার দিক থেকে আসা তিনজনের আরও একটি দল আসে ওই ঘাটে স্নান করতে। ওই তিনজনকে ডুবে যেতে দেখে অভিরাজ বাঁচাতে গেলে সেও ডুবে যায়। 

Advertisement

করঙ্গপাড়া এলাকার সাত সদস্যের মধ্যে একজন চিন্টু সাউ জানায়, বড়জোড়ার দিক থেকে আসা তিনজনকে ডুবতে দেখে অভিরাজ বাঁচাতে গেলে এই দুর্ঘটনা ঘটে। বাকি ৪ জন মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। একজন বাড়ি চলে আসে। অন্য একজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। গােটা ঘটনায় শােকের ছায়া নেমে এসেছে এলাকায়।

Advertisement