• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

সূর্যের খাসতালুক দখলে নিশ্চিত আরেক সূর্য

নারায়ণগড় ছিল সিপিএমের দোর্দন্ডপ্রতাপ মন্ত্রী সূর্যকান্ত মিশ্রের খাসতালুক। সেই খাসতালুক ২০১৬ সালে হাতছাড়া হয় সিপিএমের।

ব্রিগেড সমাবেশে সূর্যকান্ত মিশ্র (Photo: Twitter | @CPIM_WESTBENGAL)

নারায়ণগড় ছিল সিপিএমের দোর্দন্ডপ্রতাপ মন্ত্রী সূর্যকান্ত মিশ্রের খাসতালুক। সেই খাসতালুক ২০১৬ সালে হাতছাড়া হয় সিপিএমের। আগামী নির্বাচনে নারায়ণগড়ে সূর্যরাজ কায়েম হবে, আত্মবিশ্বাসী আরেক সূর্য, তৃণমূলের প্রার্থী সূর্যকান্ত অট্ট।

মনােনয়ন পেশের পর বেরিয়ে এসে সূর্য অট্ট বলেন, লিখে রাখুন, আমি ৫০ হাজার ভােটে জিতব। এখানে বিজেপি কোনাে ফ্যাক্টরই নয়।

Advertisement

Advertisement

Advertisement