• facebook
  • twitter
Tuesday, 16 December, 2025

যৌন হেনস্থার অভিযােগ

সাড়ে তিন বছরের শিশুকে যৌন স্নেস্থার অভিযােগ উঠল। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর নগর নিগমের ১৫ নম্বর ওয়ার্ডের গােসাঁইনগরে।

সাড়ে তিন বছরের শিশুকে যৌন হেনস্থার অভিযােগ উঠল। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর নগর নিগমের ১৫ নম্বর ওয়ার্ডের গােসাঁইনগরে।

এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ বাবু ঘােষ নামে এক প্রতিবেশীকে গ্রেফতার করেছে। এই বাবু ঘােষের স্ত্রী ভগবতী ঘােষ স্থানীয় তৃণমূল কর্মী বলে স্থানীয়দের অভিযােগ।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে সাড়ে তিন বছরের শিশুকে তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু বুধবার দুপুর দেড়টা পর্যন্ত শিশুটির চিকিৎসা শুরু না হওয়াতে বিপত্তি বাঁধে। ক্ষোভে ফেটে পড়েন শিশুর আত্মীয়রা।

Advertisement

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিজেপি নেতৃত্ব। কেন চিকিৎসা শুরু হতে এত দেরী এই প্রশ্ন তুলে হাসপাতালের সামনে বিক্ষোভ শুরু করে দেয় বিজেপি মহিলা মাের্চার কর্মী সমর্থকা।

তুমুল বিক্ষোভ শুরু হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালের ভেতর। শেষ পর্যন্ত বিক্ষোভের এই আঁচ আছড়ে পড়ে হাসপাতাল সুপার ধীমান মণ্ডলের চেম্বারে।

Advertisement