• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মদ্যপ অবস্থায় নৌকোতে নাচানাচি, ধৃত চার 

সুন্দরবনের কুমীরমারি দ্বীপের কাছে নদীর ওপরে নৌকোতে পিকনিক চলাকালীন মদ্যপ অবস্থায় নাচানাচি শুরু করলে পুলিশ বারণ করায় পুলিশকেই মারধর একদল যুবকের।

প্রতিকি ছবি (Photo: iStock)

রবিবার রাতে সুন্দরবনের কুমীরমারি দ্বীপের কাছে নদীর ওপরে নৌকোতে পিকনিক চলাকালীন মদ্যপ অবস্থায় নাচানাচি শুরু করলে পুলিশ বারণ করায় পুলিশকেই মারধর একদল যুবকের। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

সােমবার বারুইপুর পুলিশ জেলা সূত্রে জানা গেল, রবিবার রাত আটটা নাগাদ সুন্দরবন উপকূল থানার পুলিশ রুটিন টহলদারিতে ছিল। হঠাই একটি নৌকো থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে এগিয়ে গেলে পুলিশ কর্মীরা দেখে কয়েক জন যুবক মাতাল হয়ে নাচানাচিতে ব্যস্ত। 

Advertisement

মাঝি বারণ করলেও শুনছেনা পিকনিক পার্টির যুবকরা। এরপর পুলিশ গিয়ে নিষেধ করলে পুলিশকেই মারধর শুরু করে পিকনিক করতে আসা ছেলেরা। এই ঘটনায় পুলিশ চার জনকে গ্রেফতার করে।

Advertisement

Advertisement