• facebook
  • twitter
Thursday, 18 December, 2025

সেরাটা মেলে ধরেছি জাদেজা

সত্যি বলতে কি রান আউটটা সত্যিই দিনের সেরা ছিল এবং আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে', এমন কথাই ম্যাচ শেষে জানালেন রবীন্দ্র জাদেজা।

রবীন্দ্র জাদেজা (ছবি: SNS Web)

‘যেখানে যে খেলাটার প্রয়ােজন সেটা আমি করে দেখিয়েছি। এর থেকে বেশি কিছু আমি বলতে চাই না। দলের প্রয়ােজনে আমি যে কাজগুলাে করছি সেগুলাে ব্যক্তিগত নয়, সেটা আর আপনাদের আলাদা করে বলে দিতে হবে না।

দলে সুযােগ পাওয়ার পর সকলেই চান। নিজের সেরা খেলাটা উজাড় করে দিতে আমিও সেই কাজটা করে গিয়েছি। আগামিদিনে করে যাব, আর সত্যি বলতে কি রান আউটটা সত্যিই দিনের সেরা ছিল এবং আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে’, এমন কথাই ম্যাচ শেষে জানালেন রবীন্দ্র জাদেজা।

Advertisement

Advertisement

Advertisement