• facebook
  • twitter
Friday, 5 December, 2025

৬২-তে পা দিলেন কপিল

কপিলদেব বুধবার বাষট্টি বছর বয়সে পা দিলেন। ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিলদেব জন্মদিনের শুভেচ্ছা জানানাে হয়েছে বিসিসিআইয়ের পক্ষ থেকে।

কপিল দেব (Photo: IANS)

৮৩ র হিরাে … ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিলদেব বুধবার বাষট্টি বছর বয়সে পা দিলেন। ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিলদেব জন্মদিনের শুভেচ্ছা জানানাে হয়েছে বিসিসিআইয়ের পক্ষ থেকে।

এছাড়া প্রাক্তন ক্রিকেটাররা থেকে শুরু করে বর্তমান ক্রিকেটাররা প্রত্যেকেই কপিলদেবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। বিসিসিআইয়ের পক্ষ থেকে টুইটে লেখা হয়েছে, শুভ জন্মদিন। অনেক শুভেচ্ছা রইল।

Advertisement

বিরাট কোহলি টুইটে লেখেন, শুভ জন্মদিন। জন্মদিনের অনেক শুভেচ্ছা। খুব ভালাে থাকুন ও সুস্থ থাকুন। আগামিদিনগুলাে আপনার আরাে ভালাে করে কাটুক এটাই ভগবানের কাছে প্রার্থনা করব।

Advertisement

এছাড়া চেতন শর্মা, শচীন তেন্ডুকলর থেকে আরাে অনেক ক্রিকেটাররা কপিলদেবকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। তবে এবারে করােনাকালীন সময়টাতে জন্মদিনটা ঘরের মধ্যেই কাটালেন প্রথম বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক।

Advertisement