• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সেরাম-ভারত বায়ােটেক ছাড়পত্র পেল না টিকার

ডিসিজিআইয়ের কাছে আবেদন জানানাে হয়েছিল সেরাম ইনস্টিটিউট এবং ভারত বায়ােটেকের পক্ষ থেকে। তাদের করােনা ভ্যাকসিনকে ছাড়পত্র দিল না কেন্দ্র।

প্রতিকি ছবি (Photo: AFP)

দেশের করে রােগীদের ওপর নিজেদের তৈরি টিকা ব্যবহারের জন্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা ডিসিজিআইয়ের কাছে আবেদন জানানাে হয়েছিল সেরাম ইনস্টিটিউট এবং ভারত বায়ােটেকের পক্ষ থেকে। কিন্তু দুই সংস্থার আবেদন পুরােপুরি খারিজ করে না দিলেও তাদের করােনা ভ্যাকসিনকে ছাড়পত্র দিল না কেন্দ্রের তরফে গঠিত বিশেষ কমিটি।

বুধবার এই দুই সংস্থার কর্তৃপক্ষের কাছে আরও বিশতে তথ্য জানতে চেয়েছেন বিশেষজ্ঞরা। সেই তথ্য পাওয়ার পর তা যাচাই করা হবে এবং তারপর চুড়ান্ত সিদ্ধান্ত নেবে ডিসিজিআই।

Advertisement

যদিও দেশজুড়ে রটে যায় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এই দুই সংস্থার করােনা টিকার আবেদনপত্র খারিজ করে দেওয়া হয়েছে। কিন্তু স্বাস্থ্যমন্ত্ৰক টুইট করে জানায়, খবরটি ভুয়াে। আবেদন খারিজ করা হয়নি।

Advertisement

Advertisement