বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের খেলায় বার্সার তারকা মেসি দেড়শােতম ম্যাচ খেলতে নেমেছিলেন। আর নিজের এই স্মরণীয় ম্যাচে পাঁচ মিনিটেই পেনাল্টি থেকে গােল করে দলকে এগিয়ে দিয়েছিলেন।
পাশাপাশি পেনাল্টি থেকে গােল করার পাশাপাশি মেসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে একাত্তরটি গােল করে ফেললেন। যা এখনও পর্যন্ত রেকর্ড। মেসির থেকে আরাে ম্যাজিক দেখার অপেক্ষায় গােটা ফুটবল দুনিয়া এখন মুখিয়ে রয়েছেন।
Advertisement
Advertisement
Advertisement



