• facebook
  • twitter
Friday, 5 December, 2025

জসপ্রীত বুমরার কামব্যাকে খুশি মুম্বাইয়ের বোলিং কোচ শেন বন্ড

জসপ্রীত বুমরা অসাধারণ পারফরমেন্স করে দেখিয়েছেন রাজস্থান রয়্যালস দলের বিরুদ্ধে। চার ওভারে কুড়ি রান দিয়ে চার উইকেট সংগ্রহ করে সকলের নজর কেড়ে নিয়েছেন।

জসপ্রীত বুমরা (Photo: Sandip Mahankal/IANS)

মুম্বই দলের সেরা পেস বােলার জসপ্রীত বুমরা অসাধারণ পারফরমেন্স করে দেখিয়েছেন রাজস্থান রয়্যালস দলের বিরুদ্ধে। চার ওভারে কুড়ি রান দিয়ে চার উইকেট সংগ্রহ করে সকলের নজর কেড়ে নিয়েছেন।

কয়েকদিন আগেই ত্রয়ােদশতম আইপিএলে খেলতে নেমে সেভাবে বােলিং পারফরমেন্স করে দেখাতে না পারায় সকলেই ভোমরা সমালোচনা করেছিলেন।

Advertisement

কিন্তু বুমরা কামব্যাক করে তার যোগ্যতা প্রমাণ করে দিয়েছে। মুম্বাইয়ের বোলিং কোচ শেন বন্ড বলেন, বুমরা’কে আমরা এবার থেকে নতুন বলে ব্যবহার করব।

Advertisement

কারণ বুমরা নতুন বল কিভাবে ব্যবহার করতে হয় সেটা তার ইয়র্কার বোলিংয়ের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে। তবে বুমরাকে যেমন প্রথমদিকে নতুন বলে ব্যবহার করতে হবে। ঠিক তেমনি ডেথ ওভার স্পেশালিস্ট হিসেবেও বুমরা আমাদের কাছে প্রধান হাতিয়ার। সেখানে বুমরা আগামী দিনে আরও ভাল পারফরম্যান্স করে দেখাবে সেটা আমি বিশ্বাসের সঙ্গে বলে দিতে পারি।

Advertisement